কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর চেহলাম শুক্রবার তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার মির্জাপুর গ্রামে অনুষ্ঠিত হবে।
তনুর বাবা ইয়ার হোসেন চেহলামের বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার বাদ জুমা তাদের বাড়িতে ও বাড়ির পাশের মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। সেখানে তনুর আত্মার শান্তি কামনা করে দোয়া করা হবে। তিনি তার মেয়ের জন্য সবার নিকট দোয়া চেয়েছেন। এছাড়া স্থানীয় এতিমখানার ছেলেদের মাঝেও খাবার বিতরণ করা হবে।
উল্লেখ্য, ২০ মার্চ রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা সেনানিবাসের বাসার নিকট থেকে তনুর মরদেহ উদ্ধার করে তার পিতা ইয়ার হোসেন। পরদিন দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহের প্রথম ময়নাতদন্ত হয়। প্রথম ময়নাতদন্তে তনুকে ধর্ষণের আলামত এবং মৃত্যুর সুনির্দিষ্ট কারণ পাওয়া যায়নি বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। ২য় ময়নাতদন্তের জন্য ৩০ মার্চ তনুর লাশ কবর থেকে তোলা হয়। এখনও তনুর ২য় ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া যায়নি। ঘটনার ৩৮ দিনেও পুলিশ হত্যাকারীকে শনাক্ত করতে পারেনি।
বিডি-প্রতিদিন/ ২৭ এপ্রিল, ২০১৬/ রশিদা