বাংলাদেশ বিমানের ওমানগামী একটি ফ্লাইটের দরজায় ত্রুটি দেখা দেয়ায় বাতিল করা হয় যাত্রা। পরে দুপুর আড়াইটার দিকে ওই বিমানের যাত্রীদের আরেকটা বিমানে করে গন্তব্যে নিয়ে যাওয়া হয়।
শনিবার সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
বিমান বন্দর ইমেগ্রেশন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার আরেফিন জুয়েল বলেন, ‘বিজি-১২৩ ফ্লাইটটি সকাল ৯ টায় উড্ডয়নের কথা ছিল। কিন্তু দরজার যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রা বাতিল করা হয়। পরে দুপুর আড়াইটার দিকে বাংলাদেশ বিমানের আরেকটা ফ্লাইটে করে যাত্রীদের গন্তেব্যে নিয়ে যাওয়া হয়।’
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, বোডিং ব্রিজ দিয়ে যাত্রীরা আসন গ্রহণ করার পর বিমানটি রানওয়েতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এসময় বোডিং ব্রিজ থেকে সরে যাওয়ার আগেই বিমানটি সরে আসে। এতে বিমানের দরজা বোডিং ব্রিজের সাথে আটকে যায়। এসময় অনেক চেষ্টা করেও বিমানের দরজা লাগানো যায়নি। পরে যাত্রা বাতিল করে যাত্রীদের নামিয়ে দেয়া হয়।
বিডি-প্রতিদিন/ ১৪ মে ১৬/ সালাহ উদ্দীন