সিলেট মহানগরীতে রেহেনা ইয়াসমিন সুমি (২৬) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে নগরীর জালালাবাদ থানাধীন ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মৃত সুমি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার আবিদনগর গ্রামের রফিকুজ্জামানের স্ত্রী। তিনি সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন নয়া খুরুমখলার হাসিব মিয়ার বাসায় পরিবারের সাথে ভাড়া থাকতেন।
সুমির স্বামী রফিকুজ্জামান জানান, শনিবার সকালে তিনি সুমিকে বাসায় রেখে তার ফার্মেসীতে যান। দুপুর ১২টার দিকে পার্শ্ববর্তী বাসার লোকজন তাকে ফোনে সুমির ঝুলন্ত লাশ দেখতে পাওয়ার বিষয়টি জানান। খবর পেয়ে তিনি বাসায় এসে পুলিশে খবর দেন।
জালালাবাদ থানার ওসি আখতার হোসেন জানান, গৃহবধূ সুমির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বিডি-প্রতিদিন/১৪ এপ্রিল, ২০১৬/মাহবুব