বরিশালের বানারীপাড়ায় ক্রিকেট খেলার পাওনা ৫০ টাকা নিয়ে বিরোধের জের দুই কিশোরের দ্বন্দ্বের বলি হলেন এক কিশোরের বাবা ভ্যান চালক ডালিম ঘরামী।
ছেলে বাবুল ঘরামীর সাথে তার খেলার সাথী মোহসিনের সংঘর্ষের জের ধরে গত সোমবার রাতে প্রতিপক্ষের হামলায় আহত হওয়ার ৫ দিন পর শনিবার বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
বানারীপাড়া থানার ওসি (তদন্ত) মো. জসিম উদ্দিন জানান, গত ৯ মে রাতে বানারীপাড়া উপজেলার বাইশারী এলাকার ভ্যানচালক ডালিম ঘরামীর ছেলে বাবুলের সাথে মোহসিনের ঝগড়া হয়। এক পর্যায়ে বাবুলের লাঠির আঘাতে মোহসিনের মাথা ফেটে যায়। এ নিয়ে গ্রাম্য টাউট বলে পরিচিত হানিফ ও তার সাঙ্গরা বাবুলকে গাছের সাথে বেঁধে নির্যাতন শুরু করে। ছেলেকে মারা হচ্ছে খবর পেয়ে ভ্যানচালক ডালিম ক্ষমা চাইতে গেলে হানিফ ও তার সহযোগীরা ডালিমকেও বেদম পিটুনি দেয়। গুরুতর আহত ডালিমকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে শেরে-বাংলা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার মৃত্যুর কোলে ঢলে পড়ে ডালিম। এ ঘটনায় মামলা দায়ের হওয়ার আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি (তদন্ত)।
বিডি-প্রতিদিন/১৪ এপ্রিল, ২০১৬/মাহবুব