চট্টগ্রাম মহনগরীতে অস্ত্র ও গুলিসহ মো. খোরশেদ নামে এক কেবল অপারেটর ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
শুক্রবার গভীর রাতে নগরীর পাহাড়তলী থানাধীন শান্তা পুকুর পাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা পুলিশ জানায়, শুক্রবার রাতে খোরশেদের ব্যবসায়ীক প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে একটি বিদেশী পিস্তল ও চার রাউন্ডগুলি সহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৪ মে ১৬/ সালাহ উদ্দীন