বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বৌদ্ধ বিহারের (ক্যায়াং) প্রধান ভিক্ষু মংসই উ হত্যাকাণ্ড একটি বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, হত্যার ঘটনায় তার স্বজনরা জড়িত থাকতে পারেন।
শনিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম হত্যাকাণ্ডের প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক শিক্ষক-ছাত্র-সুধী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
সমাবেশে রাবির শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘অধ্যাপক রেজাউল হত্যার বিচার অবশ্যই হবে।’
অধ্যাপক রেজাউলের মেয়ে রিজওয়ানা হাসিন শতভির উদ্দেশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনি বিচার অবশ্যই দেখতে পাবেন। আমরা অপরাধীকে অবশ্যই বের করব। আমরা তদন্তের খুব কাছাকাছি আছি। কিন্তু নিরাপত্তার স্বার্থে আমরা এখন আর কিছু বলতে চাচ্ছি না।’
অধ্যাপক রেজাউল করিম হত্যাকাণ্ডকে সরকার ‘বিশেষ গুরুত্ব’ দিয়ে দেখছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা কোনো হত্যাকাণ্ডকে সামান্য হিসেবে দেখি না। অধ্যাপক রেজাউল করিমকে যারা হত্যা করেছেন তাদের খুব দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারব।’
এর আগে, শনিবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারি এলাকার চাকপাড়ায় একটি বিহার থেকে মংসই উ (৭০) নামের এক বৌদ্ধ ভিক্ষুর গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ।
বিডি-প্রতিদিন/১৪ এপ্রিল, ২০১৬/মাহবুব