নারায়ণগঞ্জ শহরের শীতলক্ষ্যা বিদ্যুৎ উপকেন্দ্রের সামনে থেকে এক নারীসহ দুই অপহরণকারীকে আটক করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। এ সময় রেজাউল রিমন (২৫) ও আমিনুল ইসলাম আমির (২৪) নামের দুই অপহৃত যুবককে উদ্ধার করা হয়।
শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
অপহরণকারীরা হলেন, শহরের পাইকপাড়া এলাকার আওলাদ হোসেনের ছেলে আলামিন, শীতলক্ষ্যা এলাকার আবুল হোসেনের ছেলে ইব্রাহিম। তবে ইব্রাহীমকে না পেয়ে তার মা তাসলিমা বেগমকে আটক করে পুলিশ।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদশর্ক (এসআই) রেজাউল জানান, গত ১২ মে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে রেজাউল রিমন ও আমিনুল ইসলাম আমির নামের দুই যুবককে অপহরণ করে না’ গঞ্জ শীতলক্ষ্যা এলাকায় আবুল হোসেনের বাড়িতে আটক রেখে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
পরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মনির হোসেন আমাদের সহায়তায় অপহৃত রেজাউল রিমন ও আমিনুল ইসলাম আমিরকে উদ্ধার করে নিয়ে যায়। এ সময় অপহরণকারী আলামিন ও ইব্রাহিমের মা তাসলিমাকে আটক করা হয়।
বিডি-প্রতিদিন/ ১৪ মে ১৬/ সালাহ উদ্দীন