গাজীপুরের টঙ্গী থানার এরশাদনগর এলাকার একটি বিল থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, তাদের কুপিয়ে হত্যার পর বিলে ফেলা রাখা হয়।
রবিবার সকালে ওই এলাকার সাত্তার মেম্বারের বাড়ির পাশের বিল থেকে লাশ দু'টি উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন- টঙ্গী স্বেচ্ছাসেবক লীগ নেতা ও এরশাদনগর এলাকার আলাউদ্দীনের ছেলে শরীফ উদ্দীন (৩২) এবং একই এলাকার হারুণ মিয়ার ছেলে জুম্মন মিয়া (৩৫)। শরীফ মেলায় খেলনা বিক্রি করা জুম্মনকে নিয়ে জুটের ব্যবসা করতেন বলে জানিয়েছে স্থানীয়রা।
টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম জানান, বিলের ধারে মরদেহ দু'টি পড়ে থাকতে দেখে রবিবার ভোরে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
তিনি আরও জানান, শরীফে ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আর জুম্মনের মাথায় আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে, তাদের কুপিয়ে হত্যা করে এখানে মরদেহ ফেলে যায় দুর্বৃত্তরা।
বিডি-প্রতিদিন/১৫ মে, ২০১৬/মাহবুব