গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ১১শ’ পিস ইয়াবাসহ দুই যাত্রীকে আটক করেছে পুলিশ।
রবিবার সকাল ১০টার দিকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ
আটকৃতরা হলেন- কুমিল্লা সদর দক্ষিণের হুমায়ন (৪২) এবং বরগুনা জেলার মাফুজা বেগম (৩০)।
ওসি আব্দুল মজিদ জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেসের করে ওই দুই যাত্রী কমলাপুর রেল স্টেশনে পৌঁছায়। গোপন সংবাদের ভিত্তিতে এসময় তাদের শরীর তল্লাশি চালিয়ে হুমায়নের কাছে থেকে সাড়ে তিনশ’ পিস এবং মাফুজার কাছ থেকে সাড়ে সাতশ’ পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে বলেও জানান ওসি।
বিডি-প্রতিদিন/১৫ মে, ২০১৬/মাহবুব