ঢাকার অদূরে সাভারের আশুলিয়া থেকে আরিফ হোসেন (২৭) নামের এক ডিশ ব্যবসায়ীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকালে আশুলিয়ার রণস্থল কামাড়পাড়া এলাকার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আরিফ হোসেন আশুলিয়ার রণস্থল এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, সকালে স্থানীয়রা রনস্থল কামাড়পাড়া এলাকার একটি পুকুরে বস্তা পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তা খুলে ওই এলাকার ডিশ ব্যবসায়ী আরিফের মরদেহটি উদ্ধার করে।
এব্যাপারে সাভার সার্কেল সহকারী পুলিশ সুপার নাজমুল হোসাইন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া জিঙ্গাসাবাদের জন্য একজনকে আশুলিয়ার থানায় নিয়ে আসা হয়েছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/১৫ মে, ২০১৬/মাহবুব