রবিবার ভোর ৬টা থেকে খুলনা বিভাগের ১০ জেলায় ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। তিন দফা দাবিতে সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আঞ্চলিক কমিটির ডাকে এ ধর্মঘট পালিত হচ্ছে।
শনিবার যশোর প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ ধর্মঘট কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের সদস্য সচিব আবদুর রহিম বক্স দুদু।
এদিকে, ধর্মঘটের কারণে যশোরসহ খুলনা বিভাগের ১০ জেলায় বাস, ট্রাক, ট্যাংক-লরি, কাভার্ড ভ্যানসহ সকল প্রকার যাত্রী ও পণ্যবাহী যান চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ। আগামী মঙ্গলবার ভোর ৬টায় শেষ হবে এ ধর্মঘট কর্মসূচি।
উল্লেখ্য, সড়ক দুর্ঘটনায় নিহত তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ ৫ জন নিহতের ঘটনায় দায়েরকৃত মামলার বিচার সুষ্ঠুভাবে শেষ করা, এ দুর্ঘটনায় দায়ের হওয়া দু'টি ক্ষতিপূরণ মামলা প্রত্যাহার এবং গ্রীনলাইন পরিবহনের বিরুদ্ধে দায়ের করা ক্ষতিপূরণ মামলা প্রত্যাহারের দাবিতে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ এ ধর্মঘট কর্মসূচি পালন করছে।
বিডি-প্রতিদিন/১৫ মে, ২০১৬/মাহবুব