ময়মনসিংহে এক অটোরিকশা চালককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম ফরহাদ (২৫)। আজ রবিবার সকালে নগরীর আকুয়া ভাঙ্গাপুল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নূরে আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পূর্ব শত্রুতার জেরে তাকে দুর্বৃত্তরা জবাই করে আকুয়া ভাঙ্গাপুল এলাকায় মরদেহ ফেলে রেখে যায়। স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/১৫ মে ২০১৬/শরীফ