স্ত্রীর পরকীয়া প্রেমকে ঢালিউডের নায়ক সালমান শাহর মৃত্যুর কারণ বলে দাবি করলেন নীলা চৌধুরী। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আজ এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সালমান শাহর মা নীলা চৌধুরী বলেন, গত ৯ মাসে ১১ বার শুনানির পরও মামলার রায় প্রকাশ করা হয়নি। এরই পরিপ্রেক্ষিতে আমি সাংবাদিকদের সামনে উপস্থিত হয়েছি। এসময় সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন নীলা চৌধুরী। তিনি বলেন, সালমান শাহর শরীরে কোন ক্ষতচিহ্ন ছিল না যাতে আত্মহত্যা বলে ধরা যায়। খালি ইঞ্জেকশন পুশ করে এবং গলায় চাপ দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নীলা চৌধুরী বলেন, সালমান শাহর স্ত্রী সামিরার পরকীয়া সম্পর্ক এবং চলচ্চিত্রের সিন্ডিকেটের কারণে আমার ছেলেকে হত্যা করা হয়েছে। কারণ সালমান শাহ ছাড়া আর কারও সিনেমা তখন বাজারে চলতো না। এতে চলচ্চিত্র অঙ্গনের একটা গ্রুপের শত্রুতে পরিণত হয়েছিল সালমান শাহ।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন নীলা চৌধুরী। তিনি বলেন, আইনের শাসনের প্রতি আমি শ্রদ্ধাশীল। আমি প্রধানমন্ত্রীর কাছে সালমান শাহ হত্যা মামলার ন্যায় বিচার দাবি করছি।
মামলার অভিযোগ থেকে জানা যায়, চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান। সে সময় এ বিষয়ে অপমৃত্যুর মামলা করেন তার বাবা কমর উদ্দিন আহমদ চৌধুরী। এরপর দুই দশক পার হয়ে গেলেও এর রহস্য উদঘাটন হয়নি।
বিডি-প্রতিদিন/ ১৫ মে, ২০১৬/ আফরোজ