সিলেটের জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলায় বজ্রপাতে তিনকিশোর ও এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রবিবার সকাল সাড়ে ৭টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার বাউটিবিলে বজ্রপাতে তিন কিশোরের মৃত্যু হয়। কিশোররা হলো: উপজেলার খয়েরগাঁও গ্রামের তাজুল ইসলামের ছেলে ইমরান হোসেন (১৪), একই গ্রামের সোবহান খানের ছেলে সেলিম (১৫) ও নুরুল ইসলামের ছেলে হোসেন খান (১৫)।
কোম্পানীগঞ্জ থানার ওসি বায়েস আলম জানান, বিলে মাছ ধরতে গেলে বজ্রপাতে ওই তিন কিশোরের মৃত্যু হয়। লাশ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে লাশ তিনটি হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।
অন্যদিকে, সিলেটের জৈন্তাপুরে বজ্রপাতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে নিজ বাড়ির সামনে বজ্রপাতে ইনছান আলী (৫৫) নামের ওই বৃদ্ধের মৃত্যু হয়। ইনছান আলী জৈন্তাপুরের চারলাইন কাটাউড়া গ্রামের মৃত নূরাই মিয়ার ছেলে।
বিডি-প্রতিদিন/ ১৫ মে, ২০১৬/ আফরোজ