রাজধানীর পুরানা পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রবিবার বিকেলে ছাত্রদল ও শ্রমিকদলের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে। নিহত বাবুল সরদার ধানমন্ডি থানা শ্রমিকদলের সহ-সভাপতি। এই ঘটনায় ধানমন্ডি থানা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আবু কাওসার ভূঁইয়া আহত হয়েছে।
ঢাকা মহানগর (উত্তর) শ্রমিক দলের ৪৯ নং ওয়ার্ড সভাপতি সাইফুল ইসলাম জানান, রাত পৌন ৯টার দিকে ধানমন্ডির সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবুল সরদার মারা যান।
এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত কাওসার সাংবাদিকদের জানান, রবিবার বিকেলে তারা মিলাদ পড়তে পার্টি অফিসে আসেন। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাত-আটজনের একটি গ্রুপ তাদের ওপর হামলা করে। পরে পার্টি অফিসের অন্য লোকজন ছুটে আসে এবং তাদেরকে উদ্ধার করে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতাল এবং পরে ঢামেকে নিয়ে আসে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ