রাজধানীর সায়েদাবাদ জনপদ মোড়ে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। নিহত মায়ের নাম মাহিনুর (২৫) ও তার মেয়ে শাহনাজ (৫)। গতরাত রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
মাহিনুরের স্বামী লাবু মিয়া জানান, স্ত্রী ও মেয়েকে নিয়ে রিকশাযোগে যাচ্ছিলেন। তখন আকস্মিকভাবে সড়ক আইল্যান্ডের সঙ্গে লেগে রিকশাটি উল্টে গেলে তার স্ত্রী ও মেয়ে ছিটকে পড়ে। এ সময় একটি কাভার্ডভ্যান দু’জনকে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হয়।
পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/১৬ মে ২০১৬/শরীফ