রাজধানীর খিলক্ষেত এলাকায় সড়ক দুর্ঘটনায় গুলশান পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম (৩৮) নিহত হয়েছেন।
রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম।
তিনি জানান, ডিউটি শেষে বাসায় ফেরার পথে চলন্ত মোটরসাইকেলসহ স্লিপ খেয়ে পড়ে যান সাইফুল ইসলাম। এ সময় পেছন থেকে অজ্ঞাত গাড়ির চাপায় গুরুতর আহত হন তিনি। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/১৬ মে, ২০১৬/মাহবুব