চট্টগ্রামে একটি পিস্তলসহ মোহাম্মদ জলিল (৩৫) নামে একটি ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার গভীর রাতে নগরীর আমতলা নামক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আকবর শাহ থানার অফিসার ইনচার্জ সদীপ কুমার দাশ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আমতলা এলাকায় পুলিশের নিয়মিত টহল চলাকালে জলিলের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তাকে আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে একটি পিস্তল পাওয়া যায়। পরবর্তীতে পুলিশি জিজ্ঞাসাবাদে জলিল জানায়, তিনি একজন পেশাদার ছিনতাইকারী।
বিডি-প্রতিদিন/১৬ মে, ২০১৬/মাহবুব