গাজীপুরের টঙ্গী এরশাদনগর এলাকায় বাসা থেকে ডেকে নিয়ে মো. শরিফ হোসেন (২৪) ও মো. জুম্মন মিয়া (৩২) নামের দুই যুবককে হত্যার ঘটনায় বিএনপির এক নেতাসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
রবিবার রাতে নিহত শরিফুলের মা ইয়ানূর বেগম বাদি হয়ে মামলাটি দায়ের করেন বলে জানান টঙ্গী মডেল থানার এসআই মো. সিদ্দিকুর রহমান।
এদিকে, এই হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রবিবার বিকালে আটক অপু, সোহেল ও শাহীনকে এই মামলা গ্রেফতার দেখানো হয়েছে।
এর আগে, শনিবার রাতে টঙ্গীর এরশাদ নগর এলাকায় শরীফুল ইসলাম ও তার সহযোগী জুম্মন মিয়া নামের ওই দুই যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। রবিবার সাত্তারনগর এলাকার একটি ডোবা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
এসআই সিদ্দিকুর বলেন, “মামলার এজাহারে মোট ২৪ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে স্থানীয় এক বিএনপি নেতাকে প্রধান আসামি করে ১২ জনের নাম উল্লেখ করা হয়ছে। তবে তদন্তের স্বার্থে আসামিদের কারও নাম প্রকাশ করতে রাজি হননি তিনি।
বিডি-প্রতিদিন/১৬ মে, ২০১৬/মাহবুব