বিশিষ্ট সাংবাদিক, একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক ও কলামিস্ট সাদেক খান আর নেই (ইন্না লিল্লাহে ... ... রাজেউন)।
আজ সকাল ১১টায় নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন বরেণ্য এই সাংবাদিক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
তিনি সাবেক মন্ত্রী ওবায়েদুল্লাহ খান, বিশিষ্ট সাংবাদিক এনায়েত উল্লাহ খান, বিমানমন্ত্রী রাশেদ খান মেনন ও বিএনপি নেত্রী সেলিমা রহমানের ভাই। তার বাবা মরহুম আবদুল জব্বার খান পাকিস্তান অ্যাসেম্বলির স্পিকার ছিলেন।
আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় শেষ শ্রদ্ধা জানানোর জন্য তার লাশ জাতীয় প্রেসক্লাবে আনা হবে এবং বাদ জোহর গুলশান আজাদ মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। সাদেক খানের মরদেহ বনানীস্থ তার পিতার কবরেই সমাহিত করা হবে বলে জানা গেছে।
সাদেক খান বর্ণাঢ্য কর্মময় জীবনে পঞ্চাশের দশকে চলচ্চিত্রে নায়ক হিসেবে অভিনয় করেন, প্রযোজনাও করেছেন অনেক ছবিতে। রাজনীতিতেও তিনি ছিলেন সক্রিয়। দায়িত্ব পালন করেন পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হিসেবে।
বিডি-প্রতিদিন/ ১৬ মে, ২০১৬/ আফরোজ/হিমেল-05