রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা নাশকতার ১০ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে নাশকতার ১৪ মামলায় জামিনের আবেদন জানান ব্যারিস্টার রফিকুল। বিভিন্ন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ৪ মামলায় জামিন মঞ্জুর এবং বাকি ১০ মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রসঙ্গত, ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন, মতিঝিল, মিরপুর, পল্লবী ও যাত্রাবাড়ী থানায় মামলাগুলো দায়ের করা হয়।
বিডি-প্রতিদিন/১৬ মে, ২০১৬/মাহবুব