রাজশাহী সিটি করপোরেশনের মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের গৃহকর না বাড়ানোর দাবি জানানো হয়েছে।
নগরীর আলুপট্টির মুক্তিযুদ্ধ পাঠাগারে সোমবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগ। জনউদ্যোগের নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে ৬টি দাবি তুলে ধরেন।
দাবিগুলো হচ্ছে নগরীর মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের গৃহকর না বাড়িয়ে অন্যদের ট্যাক্স সামঞ্জস্যের মাধ্যমে রাখা। নগরীর গ্যাস পানি লাইন সংযোগের কারণে ক্ষতিগ্রস্ত রাস্তগুলো বর্ষার আগেই মেরামত করা। নগরীর বিনোদন কেন্দ্র বিশেষ করে পদ্মা পাড়ের বিনোদন কেন্দ্রের পরিবেশ সুরক্ষা করা। নগরীতে সড়ক বাতি সার্ভিস ১০০ ভাগ নিশ্চিত করা। বর্ষার আগেই প্রধান নর্দমাগুলোর কাদা পরিষ্কার করা ও পরিচ্ছন্ন নগরীর সুনাম উত্তরোত্তর বৃদ্ধি করা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলন, জনউদ্যোগ রাজশাহীর আহ্বায়ক প্রশান্ত সাহা, ফেলো জুলফিকার আহমেদ গোলাপ প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ১৬ মে ১৬/ সালাহ উদ্দীন