সিলেটে বাসদ-সিপিবি'র সমাবেশে হামলা, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীকে হত্যার হুমকি ও এমসি কলেজের জায়গা দখল করে কার্যালয় নির্মাণকারী সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপুকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার তাকে আদালতে হাজির করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত রবিবার শহরতলীর বালুচর এলাকা থেকে তাকে গ্রেফতার করে শাহপরাণ থানা পুলিশ।
শাহপরাণ থানার ওসি শাহজালাল মুন্সী জানান- ছাত্রলীগ নেতা নিপুর বিরুদ্ধে শাহপরাণ থানায় ৫টি ও কোতোয়ালী থানায় ২টি মামলা রয়েছে। ওইসব মামলায় সে পলাতক ছিল। রবিবার তাকে গ্রেফতার করা হয়। সোমবার তাকে সিলেটের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক সাইফুজ্জামান হিরো তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
বিডি-প্রতিদিন/ ১৬ মে ১৬/ সালাহ উদ্দীন