দেশে স্বর্ণ চোরাচালান মামলায় প্রথম কোনো আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। একই রায়ে আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার বিকাল ৩টার দিকে মহানগর দায়রা জজ মো. শাহে নূর এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি আবদুস শুক্কুর ফটিকছড়ির আনা আহমেদের ছেলে বলে জানান মহানগর পিপি অ্যাডভোকেট ফখরুদ্দিন চৌধুরী।
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২২ এপ্রিল চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাসকাট থেকে আসা আবদুস শুক্কুর ৪০টি স্বর্ণের বারসহ শুল্ক গোয়েন্দার হাতে আটক হন। এরপর শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী রাজস্ব কর্মকর্তা ফারুক আহমেদ বাদি হয়ে পতেঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। একই বছর ১৪ জুন মামলার চার্জশিট দেওয়া হয় এবং ১৩ অক্টোবর চার্জ গঠন করা হয়। আটজন সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দিয়েছেন। স্বর্ণ চোরাচালান মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের রায় এটাই দেশে প্রথম।
বিডি-প্রতিদিন/ ১৬ মে ১৬/ সালাহ উদ্দীন