বাড়ির ছাদে বা বারান্দায় বাগান করলে ১০ শতাংশ হোল্ডিং কর মওকুফের ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
সোমবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে সাঈদ খোকনের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
এ সময় নগরীর জলাবদ্ধতা কমানো, বুড়িগঙ্গার প্রাণ ফিরিয়ে আনা, নগর ট্যাক্স চালু, বর্জ ব্যবস্থাপনায় আধুনিকায়ন, রাস্তা সংস্কার, যানজট কমানোসহ বিভিন্ন প্রতিশ্রুতিও দেন মেয়র।
শুভেচ্ছা বক্তব্যে সাঈদ খোকন বলেন, ঢাকার প্রায় সব স্থানে ভবন নির্মাণের ফলে গাছের পরিমাণ কমে যাচ্ছে। সে কারণে কখনও অতিবৃষ্টি আবার কখনো প্রচণ্ড গরম পড়ে। নগরীর আকাশে আবহাওয়ার বিরূপ আচরণ পড়ছে। সমস্যাটি নিরসনে ৫২টি ফুটপাথ ও মিডিয়ানে গাছ লাগানোর কাজ শুরু হয়েছে।
মেয়র বলেন, সবুজ ঢাকা গড়ার প্রত্যয়ে ছাদে বা রারান্দায় বাগান করার কাজে নগরবাসীকে উৎসাহিত করতে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ভবনের ছাদে সফলভাবে বাগান সৃষ্টি করলে হোল্ডিং ট্যাক্স ১০ ভাগ মওকুফ করা হবে।
মেয়র বলেন, ঢাকা দক্ষিণের ৪০ ভাগ এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। ৪৭টি পাবলিক টয়লেট ২২টি কমিউনিটি সেন্টার সংস্কার করা হচ্ছে। ২৭টি মার্কেট পুনর্নির্মাণ হচ্ছে। অনলাইনে হোল্ডিং ট্যাক্স আদায়ের প্রক্রিয়া চলছে। বুড়িগঙ্গার প্রাণ ফিরিয়ে আনতে প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
যাত্রবাড়ীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের নিচের ভাঙা সড়ক প্রসঙ্গে মেয়র বলেন, সড়কটি সংস্কারের জন্য ৫০ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে। এর মধ্যে ২৫ শতাংশ শেষ হয়েছে। এছাড়া পুরো ঢাকায় আমাড়ের ১৭শ কোটি টাকার উন্নয়ন কাজ চলছে। মাত্র দুই মাস আগে এক যোগে ৩০০টি সড়ক মেরামত শরু হয়েছে।
জলাবদ্ধতা বিষয়ে মেয়র বলেন, চলতি বর্ষায় শান্তিনগরের ৫০ ভাগ জলাবদ্ধতা দূর হবে। তাছাড়া এই সড়কটি আমাদের না। এর পরেও নির্মাণকারী প্রতিষ্ঠানকে খুব দ্রুত কাজ শেষ করে সড়ক মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী বছর থেকে এখানে আর কোনো জলাবদ্ধতা থাকবে না।
ডিএসসিসির সম্পত্তি নিয়ে সাঈদ খোকন বলেন, অনেক সম্পত্তি বেহাত হয়েছে। সেগুলো উদ্ধারে কাজ করছি। নগরীর উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী নিজেই আমাদের সহায়ক শক্তি।
বর্ধিত সিটি করপোরেশন প্রসঙ্গে মেয়র বলেন, সিটি করপোরেশনে নতুন যোগ হওয়া ৮টি ইউনিয়ন নিয়ে আমাদের বিশেষ পরিকল্পনা রয়েছে। আমরা এরই মধ্যে সিঙ্গাপুরের কনসালটেন্ট থেকে এ বিষয়ে পরিকল্পনা চেয়েছি। তারা সরেজমিনে দেখে আমাদেরকে একটা পরিকল্পনা জমা দিবেন। সেই অনুযায়ী পরবর্তী কাজ শুরু করবো।
বিডি-প্রতিদিন/এস আহমেদ