মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গিয়াস উদ্দিন নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। তিনি চট্টগ্রামের মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি।
গতকাল ভোরে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ মিরসরাই থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার করে। এ সময় তার স্ত্রী তাহমিনা গিয়াস সঙ্গে ছিলেন। পরে তাকে মিরসরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ বলছে, তার বিরুদ্ধে মিরসরাই থানায় নাশকতার পাঁচটি মামলা রয়েছে।