বরিশাল সদর উপজেলার লাকুটিয়ায় রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) ব্যারাকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহাবুব হোসেন নামে এক পুলিশ কনস্টেবলের (কন. নং-৫২৭) মৃত্যু হয়েছে।
আজ রাত পৌঁনে ৮ টায় শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. আবিদ হোসেন তাকে মৃত্যু ঘোষনা করেন।
মাহাবুবের সহকর্মীরা জানায়, বিকেলে ব্যারাকের মাঠে ফুটবল খেলে কক্ষে প্রবেশ করে সে। এরপরই তিনি বিদ্যুৎস্পৃৃষ্ট হন। ওই সময় তার পাশের অনেকে মসজিদে মাগরিবের নামাজরত ছিলেন।
পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সাতক্ষ্মীরার বাসিন্দা মাহাবুব চার বছর আগে পুলিশে যোগদান করেছিলেন বলে তার সহকর্মী সূত্রে জানা গেছে।
বিডি প্রতিদিন/ ১৬ মে, ২০১৬/ হিমেল-১৯