সিনিয়র সাংবাদিক, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)’র সাবেক ঢাকা করেসপন্ডেন্ট ফরিদ হোসেনকে ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
গত রবিবার এক সার্কুলারে দুই বছরের চুক্তি-ভিত্তিক এই নিয়োগের কথা জানানো হয়।
সাংবাদিক এনামুল হক চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন ফরিদ হোসেন। এনামুল হক গত পাঁচ বছর ধরে এই পদে দায়িত্ব পালন করে আসছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স, মাস্টার্স সম্পন্ন করার পর ১৯৭৬ সালে ইস্টার্ন নিউজ এজেন্সি (এনা)’য় সাংবাদিকতা পেশা শুরু করেন ফরিদ হোসেন। পরবর্তীতে টাইম ম্যাগাজিন, এপিসহ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের হয়ে ঢাকায় কর্মরত ছিলেন তিনি।
বিডি-প্রতিদিন/ ১৭ মে ১৬/ সালাহ উদ্দীন