খুলনার কয়েকটি বেসরকারি বন্ধ জুল মিল চালু ও বকেয়া পাওয়া পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করেছেন কারখানার শ্রমিকরা। এতে নগরীর ব্যস্ততম সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টায় ফুলবাড়ি গেট খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে শুরু হওয়া এই কর্মসূচি চলবে বেলা ১১টা পর্যন্ত। ব্যক্তি মালিকানাধীন পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক ফেডারেশনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম সবুজ বলেন, বেসরকারি বন্ধ মহসেন, অ্যাজাক্স জুট মিল চালু এবং সোনালী, আফিল জুট পূর্ণাঙ্গ চালু ও বকেয়া পাওনা পরিশোধ ও অ্যাজাক্স জুট মিলে বিদ্যুৎ সংযোগের দাবিতে আমরা সড়ক অবরোধ কর্মসূচি পালন করছি।
তিনি আরও বলেন, ২০১৩ সালে নতুন মজুরি কাঠামো গঠন করা হলেও মালিকরা বাস্তবায়ন করছে না। শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছে। এছাড়া পাট কেনাও বন্ধ করে দিয়ে মিলগুলো বন্ধ করে দিচ্ছে।
বিডি-প্রতিদিন/১৭ মে, ২০১৬/মাহবুব