জাতীয় প্রেসক্লাবে নেওয়া হয়েছে ভাষা সৈনিক, প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট সাদেক খানের মরদেহ। মঙ্গলবার বেলা সোয়া ১০টার পর তার মরদেহ জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে আনা হয়।
বর্তমানে গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গনে রাখা হয়েছে।
এর আগে সোমবার দুপুরে রাজধানীর বারিধারার বাসায় মারা যান সাদেক খান। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন তিনি।
ষাটের দশকে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের দায়িত্ব পালন করা বিচারপতি আবদুল জব্বার খানের ছয় ছেলে-মেয়ের মধ্যে সাদেক খানই ছিলেন সবার বড়। তাদের গ্রামের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলায়।
বিডি-প্রতিদিন/ ১৭ মে ১৬/ সালাহ উদ্দীন