প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ৩৫ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। আজ সকাল সাড়ে ১০ টার দিকে ক্যাম্পাসের প্রধান ফটকের বাইরে এ মিছিল করেন নেতাকর্মীরা।
সকাল সাড়ে ১০টায় ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয় সংলগ্ন থানা গেট অতিক্রম করে একই স্থানে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাধারন সম্পাদক অমিত কুমার দাস, সহ সভাপিত ইমদাদুল হক সোহাগ, যুগ্ম সম্পাদক জামিলুর রেজা সেলিম, আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক মোতাসিম বিল্লাহ নোমান, সোহেল, আসাদুজ্জামান, প্রচার সম্পাদক ফাহিমুর রহমান সেতু, সাংস্কৃতিক সম্পাদক মশিউর রহমান পলাশ, গণযোগাযোগ সম্পাদক মেহেদী হাসানসহ ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী।
উল্লেখ্য ১৯৮১ সালের ১৭ মে দীর্ঘ নির্বাসন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মাটিতে ফিরে আসেন।
বিডি প্রতিদিন/ ১৭ মে, ২০১৬/ হিমেল-২২