বাংলাদেশ ব্যাকের রিজার্ভ চুরির ঘটনা ধামাচাপা দিতেই সরকার বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর নামে ‘নাটক’ সাজিয়েছে বলে দাবি করেছে দলটি।
মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী একথা বলেন।
আসলাম চৌধুরীর বিরুদ্ধে মোসাদের বৈঠক হাস্যকর উল্লেখ করে রিজভী বলেন, ‘ভারত বাংলাদেশের বন্ধু দেশ। আর আওয়ামী লীগের সঙ্গে ভারতের নিবিড় সর্ম্পক রয়েছে। বিনা ভোটে নির্বাচিত বর্তমান শাসকদলকে তারা সমর্থন দিয়ে আসছে। সেখানে গিয়ে আসলাম চৌধুরী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এটা হাস্যকর।’
তিনি বলেন, ‘সরকারের পতন শেষ প্রান্তে পৌঁছেছে। সেখান থেকে উত্তরণে ভিন্ন কৌশলে দেশের মানুষকে বিভ্রান্ত করতেই এখন তারা ইসরায়েল, ইসরায়েল বলে বেড়াচ্ছে।’
রিজভী অভিযোগ করে বলেন, ‘২০১৪ সালের জুন মাসে ফিলিপাইনে নিযুক্ত বাংদেশের রাষ্ট্রদূত জন গমেজ রাষ্ট্রীয় পতাকার নিচে বসে ইসরায়েলের রাষ্ট্রদূতের সঙ্গে ডিনার করেছিলেন, তাতে এটাই কি প্রমাণ করে না আওয়ামী লীগই মোসাদের সঙ্গে ষড়যন্ত্র করছে। সেখানে একজন ব্যবসায়ী তার ব্যবসায়িক আমন্ত্রণে ইসরাইলের লোকের সঙ্গে কথা বলাটা কি করে ষড়যন্ত্র?’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল,খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, অর্থবিষয়ক সম্পাদক আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।
বিডি-প্রতিদিন/১৭ মে, ২০১৬/মাহবুব