গত সপ্তাহের বৃহস্পতি (১২ মে) ও শুক্রবার (১৩ মে) ঝড়বৃষ্টির মধ্যে বজ্রপাতে সারা দেশে মোট ৮১ জনের মৃত্যু হয় বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ওই দু'দিনে দেশের ২৬ জেলায় বজ্রপাতে মৃত্যুর এই ঘটনা ঘটে। ওই সময় নৌকাডুবির আরেকটি ঘটনায় আরও পাঁচজনের মৃত্যু হয়। এসব ঘটনায় নিহতদের পরিবারকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১৪ লাখ ৭০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
এসময় ত্রাণ সচিব মো. শাহ কামাল বলেন, “আমরা বজ্রপাতকে দুর্যোগ হিসেবে বিবেচনা করি না বলে অভিযোগ রয়েছে, কিন্তু তা সত্য নয়। আমাদের মন্ত্রণালয় গতবছর অগাস্ট থেকে বজ্রপাতকেও দুর্যোগ বিবেচনা করছে। বজ্রপাত নিয়ে কী করণীয়- সে বিষয়ে আমরা কাজ করছি, ক্ষতিগ্রস্তদের সাহায্য দিচ্ছি।”
২০১৫ সালে বজ্রপাতে ১৭ জন মানুষ প্রাণ হারান জানিয়ে সচিব বলেন, বৃষ্টির সঙ্গে বজ্রপাতের শঙ্কা আছে কি না, তার ছয় ঘণ্টার পূর্বাভাস ১০৯৪১ নম্বরে ফোন করে জানা যাবে।
বজ্রপাতে কী করা উচিত, আর কি উচিত নয়- সে বিষয়েও সংবাদ সম্মেলনে সচেতনতামূলক বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।
বিডি-প্রতিদিন/১৭ মে, ২০১৬/মাহবুব