রাজধানীর তেঁজগাও নাখালপাড়া সংলগ্ন রেললাইনে ট্রেনে কাটা পড়ে ওবায়দুল্লাহ (২৫) নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুর ১টার দিকে ঢাকা থেকে জয়দেবপুরগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয় বলে জানান ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ।।
নিহত ওবায়দুল্লাহ যশোর শর্শা থানার গোগা গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২য় সেমিস্টারের ছাত্র ছিলেন।
ওসি আব্দুল মাজিদ আরও জানান, নিহতের প্যান্টের পকেট থেকে পাওয়া পরিচয় পত্র থেকে পরিচয় সনাক্ত করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৭ মে, ২০১৬/মাহবুব