দশ দফা দাবি আদায়ের চলমান আন্দোলনের অংশ হিসেবে সংবাদ সম্মেলন এবং ক্লাস বর্জন ও বিক্ষোভ করেছে বরিশাল ইনিস্টিটিউট অব হেলথ এন্ড টেকনোলজির (আইএইচটি) শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ১১টায় ইনস্টিটিউটের সামনে সংবাদ সম্মেলন এবং ক্লাস বর্জন করে বিক্ষোভ করেন তারা।
এর আগে গতকাল সোমবার বরিশাল কেন্দ্রিয় শহীদ মিনার সামনে অনশন কর্মসূচি পালন করে তারা।
সংবাদ সম্মেলনে আন্দোলন কমিটির আহ্বায়ক সোয়েব হোসেন আসলাম লিখিত বক্তব্যে মেডিকেল টেকনোলজিস্টদের বন্ধ নিয়োগ চালু, বাকাশিবো পরিচালিত অবৈধ মেডিকেল টেকনোলজি কোর্স বন্ধ, সকল বিভাগের বিএসসি কোর্স চালু করা সহ ১০ দফা দাবি তুলে ধরেন। দাবি মানা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। সংবাদ সম্মেলন শেষে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ক্যাম্পাসের সামনে বিক্ষোভ করে।
বিডি-প্রতিদিন/ ১৭ মে, ২০১৬/ আফরোজ