সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান (সাময়িক বরখাস্তকৃত) জামায়াত নেতা সাইফুল্লাহ আল হোসাইনসহ বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ মনির হোসাইন পাঠোয়ারী বিস্ফোরক আইনে দায়েরকৃত একটি মামলায় জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
জেলহাজতে প্রেরণ হওয়া অন্যরা হলেন: ইমরুল ইসলাম বকুল, কামরুল ইসলাম ওরফে আলতা, আবদুস সালাম, আশরাফ আলী, জিয়াউল ইসলাম ওরফে তুলা।
জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি শামসুল ইসলাম জানান, সরকার বিরোধী বিগত আন্দোলনের সময় ফেঞ্চুগঞ্জে নাশকতার ঘটনায় সাইফুল্লাহ আল হোসাইনসহ বিএনপি ও জামায়াতের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়। বিস্ফোরক ও অস্ত্র আইনে দায়েরকৃত মামলা দুইটিতে মঙ্গলবার আদালতে আত্মসমর্পন করেন সাইফুল্লাহসহ ৬ নেতাকর্মী। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মনির হোসাইন পাঠোয়ারী অস্ত্র আইনে তাদের জামিন মঞ্জুর করেন এবং বিস্ফোরক আইনে জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
বিডি-প্রতিদিন/ ১৭ মে, ২০১৬/ আফরোজ