রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ২০০ পিস ইয়াবাসহ জেরিন (২৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ।
তিনি জানান, চট্টলা এক্সপ্রেস নামে একটি ট্রেনে করে চট্টগ্রাম থেকে ঢাকার কমলাপুর রেলস্টেশনে আসেন জেরিন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে তল্লাশি করা হলে ২০০ পিস পাওয়া যায়। এ ব্যাপারে তার বিরুদ্ধে থানায় একটি মামলা (মামলা নম্বর-২১) করা হয়েছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/১৭ মে, ২০১৬/মাহবুব