হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কোটি টাকা সমমূল্যের ২ কেজি স্বর্ণসহ ২ জনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বৃহস্পতিবার ভোরের দিকে তাদের আটক করা হয়। আটক দুইজন হলেন সম্রাট ছাহল ও এম এস ভুইয়া।
শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরের দিকে মালয়েশিয়া থেকে ইএ-০৮৭ নম্বর ফ্লাইটে করে ঢাকায় আসেন আটককৃতরা। বিমান থেকে নেমে ইমিগ্রেশনের দিকে আসার পর সন্দেহের বশে তাদের আটক করে শুল্ক ও গোয়েন্দা কর্তৃপক্ষ। পরে জিজ্ঞাসাবাদে প্রথমে অস্বীকার করলেও একপর্যায়ে আটক সম্রাট তার পায়ুপথে দেড়কেজি ওজনের ১৫টি স্বর্ণবার থাকার কথা জানান। পরে তাকে বিমানবন্দরের টয়লেটে নেওয়া হয়। সেখানে কাস্টমস গোয়েন্দাসহ অন্যান্য সংস্থার কর্মকর্তাদের সামনে একে একে ১৫টি স্বর্ণবার পায়ুপথ দিয়ে বের করেন তিনি।
এদিকে ট্রলির কোণায় চেইন হিসেবে আনা স্বর্ণবারসহ ৫৫০ গ্রাম ওজনের স্বর্ণ উদ্ধার করা হয়েছে এম এস ভুইয়া নামের যাত্রীর কাছ থেকে। এ ঘটনায় দু’জনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ