চট্টগ্রামের 'তারকা সন্ত্রাসী' ইসমাইল হোসেন টেম্পুকে (২৩) তার দুই সহযোগিসহ গ্রেফতার করেছে বায়েজিদ বোস্তামি থানা পুলিশ। এ সময় দু'শ' পিস ইয়াবাও উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার গভীর রাত সাড়ে ১২টার দিকে তাদের নগরীর শেরশাহ সাংবাদিক হাউজিং সোসাইটির পাহাড় থেকে গ্রেফতার করা হয়। একই রাতে বায়েজিদ বোস্তামি থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আরও ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, টেম্পু আগে চান্দগাঁও থানা এলাকায় অবস্থান করে তার বাহিনী দিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালাত। এখন বায়েজিদে অবস্থান করে সন্ত্রাস, ডাকাতি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে। নগরীতে তিনদিন ধরে যে বিশেষ অভিযান চলছে তাতে দুই সহযোগীসহ টেম্পু গ্রেফতার হয়েছে।
গ্রেফতারটেম্পুর দুই সহযোগী মো. শরীফ (২৮) এবং মো.ইশতিয়াক (২৬)।
বিডি-প্রতিদিন/২০ মে ২০১৬/শরীফ