শিক্ষকদের মাঝে সৌহার্দ, সম্প্রীতি, ঐক্য, ক্যাম্পাসকে সেসনজটমুক্ত ও আন্তর্জাতিক মানে উন্নত করার লক্ষ্যে প্রথমবারের মতো ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (ইবিশিস) আয়োজনে 'স্বজন সমাবেশ' অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা থেকে টিএসসিসি মিলনায়তনে এ আয়োজন করা হয়।
ইবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এমতাজ হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক প্রফেসর ড. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ প্রধান অতিথি ছিলেন ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার ।
ভিসি তার বক্তব্যে বলেন, 'বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কাজ করবে একই কাতারে, একই লক্ষ্যে, একই বন্ধনে। তাদের মাঝে থাকবে ভালোবাসা, ঐক্যর দৃঢ় বন্ধন আর সৌহার্দপূর্ণ আচরণ। শিক্ষার্থীরা তাদের জীবন চরিত্রকে আদর্শ হিসেবে বেছে নিবে। কিন্তু আজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মাঝে ঐক্য, পারস্পারিক ভালোবাসা না থাকায় ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ বিনষ্ট হচ্ছে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে শিক্ষকদের ঐক্যর বিকল্প নেই। শিক্ষকদের পারস্পারিক ভালোবাসার সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে ইবি শিক্ষক সমিতির এই স্বজন সমাবেশের আয়োজনকে ধন্যবাদ জানাই।'
বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, স্বাগত বক্তব্য রাখে সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. অলি উল্লাহ।
অনুষ্ঠানে শিক্ষকদের পরিবার নিয়ে দিনব্যাপী বিভিন্ন আয়োজন ছিল। এর মধ্যে শিক্ষকদের জন্য মুক্ত আলোচনা, আড্ডার আসর, উন্মুক্ত চা-চক্র, খেলাধুলা ছিল। শিক্ষকদের স্ত্রী ও ছেলে মেয়েদের জন্য জন্য ইনডোর গেমস ও জিমনেসিয়ামে বিভিন্ন খেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইবি শিক্ষক সমিতি প্রফেসর ড. এমতাজ হোসেন শিক্ষকদের উদ্দেশ্যে কয়েকটি দাবি উপস্থাপন করেন।
দাবিগুলোর মধ্যে ক্যাম্পাসে সকল বিভাগের চূড়ান্ত পরীক্ষা প্রত্যেক বছরের অক্টোবরের মধ্যে শেষ করে ডিসেম্বরের মধ্যে পরীক্ষার ফলাফল দেয়া, ক্যাম্পাসকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণের জন্য সকল ব্যবস্থা করা, শিক্ষকদের আনা নেয়ার জন্য এসি কোস্টার গাড়ির ব্যবস্থা করা, ক্যাম্পাসে একাডেমিক ও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সকল কার্যক্রম অটোমেসনের আওতায় আনা ও সকল শিক্ষকদের একসাথে কাজ করা।'
এছাড়াও মধ্যাহ্ণ ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ আরো বিভিন্ন আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় জয়ী শিক্ষক ও তাদের পরিবারের সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এদিকে, অনুষ্ঠান চলাকালে কুষ্টিয়ায় বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাইফুজ্জামানের উপর দুবৃর্ত্তদের হামলার ঘটনায় স্বজন সমাবেশে শিক্ষকদের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে। ইবি শিক্ষকের উপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ, শাপলা ফোরম,জিয়া পরিষদ, ছাত্রলীগ পৃথক পৃথক বিবৃতিতে তীব্র নিন্দা জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/২০ মে ২০১৬/শরীফ