বগুড়ায় পুলিশের বিশেষ অভিযান অব্যহত রয়েছে। গতকাল বিকাল থেকে আজ বিকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভাঙচুর ও নাশকতাসহ একাধিক মামলার ৮২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
এসময় ১০০ বোতল ফেনসিডিল, ৪ কেজি ১১০ গ্রাম গাঁজা, ২১০টি ইয়াবা ট্যাবলেট ও ৩০ গ্রাম হিরোইন উদ্ধার করেছে পুলিশ।
বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) গাজিউর রহমান জানান, পুলিশের অভিযানে বগুড়া সদর থানায় ১৫, শিবগঞ্জ থানায় ৭, সোনাতলা থানায় ৩, গাবতলী থানায় ৫, সারিয়াকান্দি থানায় ৫, ধুনট থানায় ০৫ , শেরপুর থানায় ৬, নন্দীগ্রাম থানায় ৭, আদমদিঘী থানায় ৫, দুপচাঁচিয়া থানায় ৫ জন, কাহালু থানায় ৫ , শাজাহানপুর থানায় ৮ জন এবং ডিবি পুলিশের অভিযানে ৬ জনসহ ৮২ জন আসামী গ্রেফতার হয়েছে। এদের মধ্যে জামাত শিবিরের ৩ জন নেতা কর্মী রয়েছে। এছাড়া আসামীদের মধ্যে মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধী রয়েছে।
বিডি প্রতিদিন/ ২০ মে ২০১৬/ হিমেল-০৮