রাজধানীর তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদকসহ তিনজনের এক দিনের করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
অপহরণ মামলায় শুক্রবার ঢাকার মহানগর হাকিম মেহের নিগার সূচনা এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপ-পরিদর্শক মাহাবুব আলম আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।
ছাত্রলীগের ওই তিন নেতা হলেন— তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক নুরুজ্জামান উজ্জ্বল (২৭), সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহ (২৪) এবং তিতুমীর কলেজের ছাত্র ও গুলশান থানা ছাত্রলীগের সহ-সভাপতি মারুফ হাসান (২৬)।
এর আগে বৃহস্পতিবার রাতে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী মো. তৌফিক মোল্লাকে মহাখালীর পর্যটন হোটেলের সামনে থেকে তুলে নিয়ে তিতুমীর কলেজ ছাত্রাবাসে আটকে রাখেন আসামিরা। পরে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে তৌফিককে বেধড়ক পেটানো হয়।
খবর পেয়ে বনানী থানার পুলিশ তাকে উদ্ধার করে। এ সময় ওই তিন আসামিকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ।
এ ঘটনায় তৌফিক ছাত্রলীগের এই তিন নেতাসহ সাত জনের বিরুদ্ধে মামলা করেন।
বিডি-প্রতিদিন/ ২০ মে ১৬/ সালাহ উদ্দীন