রাজধানীর ডেমরার কাঠেরপুল এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে জুয়েল হোসেন নামে একজন নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে জামাল হোসেন নামে একজন আহত হয়েছেন।
আহত জামাল জানান, তিনি সৌদি আরব যাওয়ার জন্য গ্রামের বাড়ি কুমিল্লার হোমনা থেকে সিএনজিযোগে শাহজালাল বিমানবন্দর যাচ্ছিলেন। পথে ডেমরার কাঠেরপুল এলাকায় একটি বাস তাদের সিএনজিকে পেছন থেকে ধাক্কা দেয়।
এতে সিএনজি উল্টে গেলে দুজনই আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/ ২১ মে ২০১৬/ হিমেল-০৪