ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে সৃষ্ট বিরূপ আবহাওয়ায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান উঠানামা বন্ধ করে দেওয়া হয়েছে। রোয়ানুর কারণে চট্টগ্রাম বন্দর ও উপকূলীয় এলাকার জন্য ৭ নম্বর বিপদ সংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বন্দরের ব্যবস্থাপক উইং কমাণ্ডার রিয়াজুল কবির গণমাধ্যমকে একথা জানান। আজ শনিবার সকাল সাড়ে ১০টা থেকে বিমানবন্দরের সব অপারেশনাল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান তিনি। এছাড়া ঘূর্ণিঝড়ের কারণে বিমানবন্দরের ক্ষতি এড়াতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
ঘূর্ণিঝড় রোয়ানু দুপুরের দিকে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে বলে আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।
বিডি-প্রতিদিন/২১ মে ২০১৬/শরীফ