ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে সারাদেশের সাথে সিলেটেও বৃষ্টি ও দমকা হাওয়া থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ বর্তমানে বাংলাদেশের উপকূলের কাছাকাছি অবস্থান করছে। এর প্রভাব পড়ছে সারাদেশে। শুক্রবার ভোররাত থেকে সিলেটেও শুরু হয়েছে ভারীবর্ষণ। সঙ্গে বয়ে যাচ্ছে দমকা হাওয়া।
শনিবার সারাদিনই সিলেটে বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বয়ে যাবে বলে জানা গেছে। আগামী ৭২ ঘণ্টায় এরকম বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে সকালে বেশ ভোগান্তিতে পড়েছে নগরবাসী। অবিরাম বৃষ্টির কারণে কমে গেছে অটোরিকশাসহ সবধরনের যানবাহনের সংখ্যা। ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন কর্মজীবী মানুষেরা। একই সঙ্গে বিপাকে পড়েছেন দিনমজুর ও শ্রমজীবীরা।
সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানিয়েছেন, ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানা মাত্রই সারাদেশে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পরিমাণ বাড়বে। আগামী তিন দিন এ পরিস্থিতি থাকতে পারে।
এছাড়াও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বিডি প্রতিদিন/ ২১ মে ২০১৬/ হিমেল-১৪