২০১ সদস্য বিশিষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এ কমিটি ঘোষণা করা হয়।
ঢাবি ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, ২০১৫ সালের ১৮ জুন আবিদ আল হাসানকে সভাপতি ও মোতাহার হোসেন প্রিন্সকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। আর ১১ মাস তিনদিন পর এ কমিটি পূর্ণাঙ্গ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২১ মে, ২০১৬/মাহবুব