রাজশাহী মহানগরীতে স্বাধীনতা চত্বরের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে নগর আওয়ামী লীগের কার্যালয়ের কাছে এ চত্বরের উদ্বোধন করা হয়। এ চত্বরে জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতা শহীদ সৈয়দ নজরুল ইসলাম, শহীদ তাজ উদ্দীন আহম্মেদ, শহীদ এএইচএম কামারুজ্জামান, শহীদ ক্যাপ্টেন মনসুর আলীর ছবি শোভা পেয়েছে।
এ চত্বরের উদ্বোধন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও নগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন।
এসময় উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন আকতার রেনী, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ২১ মে ১৬/ সালাহ উদ্দীন