বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন- ইসরায়েলের সাথে কোন ষড়যন্ত্র করলে আওয়ামী লীগই করতে পারে, বিএনপি নয়। বিএনপি আওয়ামী লীগের মতো ধর্মনিরপেক্ষ দল নয়, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী দল।
তিনি বলেন- বাংলাদেশ ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা চুরি আর প্রধানমন্ত্রীর পুত্রের একাউন্টে হাজার কোটি টাকার অবৈধ লেনদেনের খবর আড়াল করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
শনিবার বিকেলে সিলেট নগরীর একটি কনভেনশন সেন্টারে খন্দকার মালিক ফাউন্ডেশন আয়োজিত, ‘শহীদ জিয়া স্মারক বক্তৃতা’ শীর্ষক এক অনুষ্ঠানে আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।
ফাউন্ডেশনের সভাপতি খন্দকার আবদুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অপর আলোচক ছিলেন সাংবাদিক মাহফুজ উল্লাহ।
সাংবাদিক মাহফুজ উল্লাহ বলেন, ১৯৭৫ এর পট পরিবর্তনের পর দেশ গঠনে জিয়াউর রহমান যে অবদান রেখেছেন তা জাতি এখনো ভুলেনি। জিয়াউর রহমান ছিলেন মাটি ও মানুষের নেতা। যতোই তাকে খাটো করার চেষ্টা করা হোক না কেন, মানুষের হৃদয় থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলা যাবে না। জিয়াউর রহমান নারী স্বাধীনতা, গার্মেন্টস শিল্প, বিদেশে মানুষ রপ্তানী থেকে শুরু করে দেশের সকল সেক্টরে উন্নয়নের সূচনা করেছিলেন।
বিডি-প্রতিদিন/ ২১ মে ১৬/ সালাহ উদ্দীন