গাজীপুরের কাপাসিয়ার সিংহশ্রী বটতলা বাজার এলাকায় শনিবার রাত সাড়ে নয়টার দিকে ছুরিকাঘাতে ফারুক (৪৫) নামে এক নাট্যকর্মী খুন হয়েছেন। তিনি ওই ইউনিয়নের কুলগঙ্গা গ্রামের আবদুল বারেকের ছেলে।
নিহতের বাবা আবদুল বারেক জানান, শনিবার সন্ধ্যার পর উপজেলার বরবেড় গ্রামে বাল্য বিবাহ প্রতিরোধ ও মাদক বিরোধী একটি নাটিকা পরিবেশন করে ফারুক তার সহকর্মিদের নিয়ে বাড়ি ফিরছিল। পরে বাড়ীর কাছে বটতলা বাজারে দুই বন্ধু নাট্যকর্মী কাদির, মতিনকে নিয়ে ফারুক মোহসীনের দোকানে চা খেতে আসে।
এ সময় সেখানে একই গ্রামের আঃ বাতেনের পুত্র বখাটে শাকিল পূর্ব শত্রুতার জেরে চা'র দোকান থেকে ফারুককে ডেকে নিয়ে রাস্তার পাশে এলোপাথারি ছুড়িকাঘাত করতে থাকে। এক পর্যায়ে ফারুকের চিৎকারে বাজারের লোকজন এসে রক্তাক্ত অবস্থায় ফারুককে উদ্ধার করে।
এসময় লোকজন দেখে ঘাতক শাকিল পালিয়ে যায়। পরে ফারুককে মূমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত জরুরী বিভাগের চিকিৎসক মাসুম বিল্লাহ তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে কাপাসিয়ার থানার ওসি মো: আবু বকর সিদ্দিক ঘটনাস্থল পরির্দশন করেন।
বিডি প্রতিদিন/ ২২ মে, ২০১৬/ হিমেল- ০৩