আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রংপুরে বিশেষ অভিযান চালিয়ে ৪৩ জামায়াত-শিবির কর্মীসহ প্রায় এক হাজার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা চুরি, ডাকাতি, সহিংসতা, নাশকতা ও পেট্রলবোমা হামলা মামলার আসামি।
রবিবার ভোর পর্যন্ত জেলার ৮ উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানান রংপুর রেঞ্জের ডিআইজি গোলাম ফারুক।
তিনি বলেন, রমজান মাসকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামি গ্রেফতার করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত অধিকাংশ আসামি রংপুর সদর, মিঠাপুকুর, পীরগাছা, গঙ্গাচড়া ও তারাগঞ্জ উপজেলার বাসিন্দা।
বিডি-প্রতিদিন/২২ মে, ২০১৬/মাহবুব